যশোরের রাজগঞ্জে রোজার আগেই কলার দাম দ্বিগুন

রোজা শুরুর আগেই যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে পাকা কলার দাম বেড়েছে।

খোজখবর নিয়ে জানাগেছে, রাজগঞ্জ বাজারে প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। এই তালিকায় এবার নতুন করে যোগ হয়েছে পুষ্টিকর ফল পাকা কলা।

পবিত্র রোজা শুরুর এক সপ্তাহ আগে থেকে বিক্রেতা নির্ধারিত দামের দ্বিগুন দামে বিক্রি করছে পাকা কলা।
কলা ব্যবসায়ীরা বলছেন, কিনতে হচ্ছে বেশি দামে। বিক্রি করছিও বেশি দামে। আর কোনো কথা নেই।
বুধবার (২২ মার্চ) রাজগঞ্জ খুচরা বাজার ঘুরে দেখা গেছে- বাজারে প্রকারভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে পাকা কলা। যেমন- চাঁপা সবরি ৬০ টাকা প্রতিকেজি। দুইদিন আগে ছিলো ৩০ টাকা প্রতিকেজি। দুধ সাগর, কালিভোগ ৭০ টাকা প্রতিকেজি। দুইদিন আগে বিক্রি হয়েছে ৪০ টাকা প্রতিকেজি।

একজন ক্রেতা বলেন, এক-দুই দিনের মধ্যে কলার দাম ডবল হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব। রাজগঞ্জের সচেতন মহল বলেন, রোজার সময় সাধারণতো পাকা কলার দাম বাড়তেই পারে। কারণ চাহিদা বেশি থাকে বলে। কিন্তু এতো বেশি বাড়ানো বিক্রেতাদের ঠিক হয়নি। এতে কতজন মানুষ এতো দাম দিয়ে পাকা কলা কিনতে পারবে?

বিষয়টির দিকে নজর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজগঞ্জবাসি।