সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা বর্ষণ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে শনিবার রাত থেকে উকূলীয় এলাকায় টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকাল ৬ টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় কলাপাড়া উপেজলায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। সমুদ্রের বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। একই সাথে বাতাসের তীব্রতাও কিছুটা বেড়েছে। তাই উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস।

ফলে পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় সমুদ্রে টিকতে না পেরে বেশির ভাগ মাছধরা ট্রলার মহিপুর ও আলীপুরের পোতাশ্রয় খাপড়া ভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে।

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার মোল্লা জানান, এ মৌমুসে ৬ টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তাই গত ৫ দিন আগেই খাপড়াভাঙ্গা নদীতে সকল মাছধরা ট্রলার আশ্রয় নিয়েছে। আবহাওয়া অনুকুলে আসলে ফের সকল মাছধরা ট্রলার গভীর সাগরে যাত্রা করবে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ২৪ ঘন্টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং এ বৃষ্টির ধারা আরও বাড়তে পারে।