সিরাজগঞ্জের বেলকুচিতে বোরো মৌসুমের চাউল সংগ্রহ শুরু!

সিরাজগঞ্জ বেলকুচিতে বোরো মৌসুমে সরকারী খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) বিকাল সাড়ে ৪ টায় সময় বেলকুচি উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটির আয়োজনে মিল মালিকগণের নিকট থেকে বোরো চাল ক্রয়ের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

এ সময় চাল সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম, রাইচ মিল মালিক সমিতির সভাপতি সুজাবত আলী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ভাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, ওসি এলএসডি মামুন-আর- রশিদ, রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম জানান, এবারে বেলকুচি উপজেলায় ৪৪ টাকা কেজি দরে ৬৩৩ মেট্রিক টন চাল ক্রয় করা হবে এবং আগামী ৩১শে আগষ্ট পর্যন্ত বোরো মৌসুমের বোরো চাউল ক্রয় কার্যক্রম চলমান থাকবে।