খাগড়াছড়িতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু করা হয়েছে। জেলাতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হযেছে।

শনিবার(১৩ই মে) সকাল ১০টায পানখাইযা পাড়াস্থ সিস্টেম রেস্টুরেন্টে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রশিক্ষণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয।
জেলা ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ধুমকেতু মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলছড়ি উচ্চ বিদ্যালযের সহকারী শিক্ষক পুলক দে, ফুটবল রেফারী ও কোচ তপন দাশ।

উদ্বোধন শেষে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের নিকস্থ একটি পুকুরে সাঁতার প্রশিক্ষণ শুরু করা হয।
আয়োজকরা জানান, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায মাসব্যাপী এ প্রশিক্ষণ চলবে। এতে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৩০ক্ষুদে শিক্ষার্থী অংশ নিবে। প্রশিক্ষণ পরিচালনা করবে গুইমারা কলেজিযেট স্কুলের সহকারি শিক্ষক(ক্রীড়া) উজ্জ্বল চৌধুরী।