খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় যামিনীপাড়া জোনের অসহায় ও দুস্থদের মাঝে অনুদান প্রদান

খাগড়াছড়ি পার্বত্য জেলার দে‌শের সীমান্ত রক্ষার পাশাপা‌শি আত্মমানবতার ‌সেবায় নিরলস ভাবে কাজ কর‌ছে বর্ডার গার্ড বাংলা‌দেশ(বি‌জি‌বি)। সোমবার(২১শে‌ মে) সকা‌লে জোন কমান্ডার লে. কর্নেল এবিএম জাহিদুল করিম এর সার্বিক তত্বাবধা‌নে নির্মান শে‌ষে উপকারভো‌গির হা‌তে ঘর হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এরই ধারাবা‌হিকতায় দা‌য়িত্বরত এলাকায় দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানু‌ষের সহায়তায় এবং পি‌ছি‌য়ে পড়া এলাকার উন্নয়‌নে নিরলস ভা‌বে কাজ কর‌ছে জেলার মা‌টিরাঙ্গা উপ‌জেলার যামিনীপাড়া জোন(২৩ বি‌জি‌বি)।

শান্তি, স¤প্রীতি ও উন্নয়নের আওতায় মা‌টিরাঙ্গা উপ‌জেলার তবলছ‌ড়ি মোল্লাবাজার হাজিপাড়া এলাকার দরিদ্র ও অসহায় মো: রইছ উদ্দিনকে ৮০হাজার টাকা ব্যয়ে একটি ঘর(বাথরুম ও মুরগীর ঘরসহ) অনুদান প্রদান করেছেন যামিনীপাড়া জোন।

এছাড়াও হাজিপাড়া মসজিদ নির্মাণ কাজে ২০হাজার টাকা, দরিদ্র, অসহায় ৩জন অসুস্থ ব্যক্তি ও পথচারীদের মাঝে মোট ২২হাজার টাকাসহ সর্বমোট ১লাখ ২২হাজার টাকা প্রদান করা হয়।