খাগড়াছড়ির মোস্তাফিজুর রহমান মিল্লাতের ৬ষ্ঠ মৃত্যবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

খাগড়াছড়ি পার্বত্য জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোস্তাফিজুর রহমান মিল্লাতের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৬ই জুন) বিকেলে খাগড়াছড়ি শহরের কলাবাগান্থ “বৈঠকে” জেলা বিএনপি এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

একই সাথে অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া কামনা করা হয়।
দোয়া মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে মোস্তাফিজুর রহমান মিল্লাতের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নীলপদ চাকমা।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ—সভাপতি এডভোকেট মঞ্জুর মোর্শেদ ভূইয়া, কংচাইরী মাস্টার, ক্ষেত্র মোহন রোয়াজা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম রাসেল, সদর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, জেলা য্বুদলের সহ—সভাপতি সোহারাব হোসেন, আমির খাঁন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সীমা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৭সালের ২রা মার্চ খাগড়াছড়ি জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মোস্তাফিজুর রহমান মিল্লাত। কিন্তুু ঐ মুহূর্তে তার ব্রেইন ক্যানসার ধরা পড়ে। প্রথমে এ্যাপোলো হাসপাতালে এবং পরে ভারতে নেওয়া হয়। দায়িত্ব গ্রহণের মাত্র সাড়ে ৩ মাসের মাথায় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত(৫২) শেষ নিশ্বাস ত্যাগ করেন। আগের কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন। রাজনীতিতে ত্যাগী ও আপোষহীন নেতা হিসেবে পরিচিতি মোস্তাফিজুর রহমান মিল্লাত আন্দোলন করতে গিয়ে বহুবার কারাবরণ করেন।