চট্টগ্রামে যাত্রীর হাতব্যাগে মিললো ৯০ লাখ টাকার স্বর্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হাতব্যাগ থেকে ১২টি সোনার বার জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) সকালে এই স্বর্ণের বারগুলো জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। তাদের সহায়তা করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা।

স্বর্ণ জব্দের ঘটনায় সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসা মো. মিজান উদ্দিন নামের যাত্রীকেও আটক করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জব্দ সোনার বারের ওজন ১ কেজি ৩৯৮ গ্রাম। বাজারমূল্যে এই সোনার বারের দাম ৯০ লাখ টাকা।

তথ্যমতে, মিজান উদ্দিন সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি উড়োজাহাজ আজ সকালে বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সন্দেহের বশে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা ছোট ব্যাগ থেকে সোনার বার উদ্ধার হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান, সোনার বার উদ্ধারের ঘটনায় মিজান উদ্দিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।