দিনাজপুরে টিসিবি‘র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় দিনাজপুরেও নিন্ম আয়ের মানুষদের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। রবিবার থেকে কার্যক্রম শুরু হয়। জেলায় ৩ লাখ ৩২ হাজার ৬৫৮ জন নিন্ম আয়ের মানুষের মাঝে মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রয় করা হচ্ছে। প্রথম দিনে ২৭ হাজার ৬৩১ জন মানুষের মাঝে এসব পন্য বিক্রয় করা হয়।

এদিকে, এর আগে শনিবার দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিন্ম আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি‘র পণ্য বিক্রয় কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি স্বরভ বকশী বাচ্ছু, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন এর সদস্য মোঃ নাজমুল ইসলাম নয়ন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, জেলার ১৩টি উপজেলা পর্যায়ে মোট উপকারভোগির সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৬৭৯ জন ও পৌরসভা পর্যায়ে মোট উপকারভোগির সংখ্যা ২১ হাজার ৪৭৪ জন।
জেলায় গৃহীত কার্যক্রমে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকল দায়িত্বশীল ব্যক্তির সার্বিক কামনা করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।