পানি সংকট নিয়ে সিলেট জুড়ে বোরো ধান চাষি কৃষকরা বিপাকে

সিলেট জুড়ে বোরো ধান চাষি কৃষকরা বিপাকে পড়েছেন। শীত মৌসুমে খাল বিল ও হাওরে পানি শুকিয়ে যাওয়াতে সিলেটে জেলার বিভিন্ন বোরো ক্ষেত কৃষি জমি ফাঁটল ধরেছে। ফলে পানি সংকটে ব্যাহত হচ্ছে কৃষি জমি চাষাবাদ।

বৃহত্তর সিলেট জেলার হবিগঞ্জ, মৌলভীবাজার সিলেট, সুনামগঞ্জে প্রায় হাওর এলাকায় পানি নেই।
যার ফলে এ বছর অনেক জমি অনাবাদি থাকার সম্ভাবনা রয়েছে বলে কৃষিবিদের ধারনা।

সিলেটের প্রধান দুটি নদী কুশিয়ারা ও সুরমার পানি কমে যাওয়াতে তথৎ সংলগ্ন হাওর ও বিলের পানি নেই বলেই চলে।

এদিকে সিলেট কৃষি অধিদপ্তর বলছে, এই মহুর্তে কৃষকরা বোরো ক্ষেত করতে হলে সেচের ব্যবস্থা করতে হবে। চারা রোপন পর্যন্ত সেচ ব্যবস্থা থাকলে কিছু দিন পর বৃষ্টি হবেই। প্রতিবারই বোরো ক্ষেতের শুরুতে সেচ ব্যবস্থা করতে হয়। তবে এ বছর বেশি পরিমান পানি সংকট দেখা দিয়েছে।

সিলেটর বেশির ভাগ এ সমস্যা হচ্ছে গোলাপগঞ্জ- বিয়ানীবাজার উপজেলায়, আর মৌলভীবাজারে বড়লেখা উপজেলায় এ পানি সংকট দেখা দিয়েছে।
তার কারণ হিসেবে জানা যায়,এসব এলাকা বেশির ভাগ পাহাড় ঘেরা যার ফলে পানির স্তর নিম্নে চলে যায়।

নিয়মিত সেচ ব্যবস্থা অব্যাহত তাকলে এ সমস্যায় খুববেশি অসুবিধা হবে না জলে জানান কৃষিবিদরা।