বাগেরহাটের শরণখোলায় হরিনের মাংস ও চিংড়ি মাছ উদ্ধার

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা অভিযান চালিয়ে ৭ কেজি হরিণের মাংস ও ১০ কেজি চিংড়ি সহ নৌকা আটক করেছে বন বিভাগ।

বুধবার (২৪ আগস্ট) শরণখোলা রেঞ্জের ভোলা টহলফারির সংলগ্ন সুন্দরবনের রায় বাঘীনি খাল এলাকা এ ঘটনা ঘটে।

বনবিভাগ সূত্রে জানা যায়, পুর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলাটহল ফাঁড়ির এলাকার রায় বাঘীনি খালে অবরোধ অমান্য করে জেলেরা মাছ ধরছে এমন গোপন সংবাদে ভোলা টহল ফাড়ি ইনচার্জ সামানুল কাদিরের নের্তিত্বে বনরক্ষীদের একটি দল ঐ এলাকায় অভিযান চালায় ট্রলার দেখতে পায়। এ সময় বনরক্ষীদের উপস্তিতি টের পেয়ে জেলেরা নৌকাটি ফেলে বনের ভিতরে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা নৌকায় তল্লাসি চালিয়ে প্রায় ৭কেজি হরিনের মাংস ও ২০ কেজি চিংড়ি মাছ জব্দ করে । পরে নৌকা, মাংস ও চিংড়ি মাছ শরণখোলা ষ্টেশনে নিয়ে আসে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মোঃ আছাদুজ্জাজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অবরোধ চলাকালিন নিয়মিত টহল চলছে। তার মধ্যেও চোরা শিকারী ও জেলেরা গোপনে সুন্দরবনে প্রবেশ করে এ অঘটন ঘটাচ্ছে।