লালমনিরহাটের হাতীবান্ধায় প্লাকিং মেশিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

লালমনিরহাটের হাতীবান্ধায় চা চাষীদের প্লাকিং মেশিন পরিচালনা ও তার রক্ষণাবেক্ষণ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মার্চ) ঢাকা নবাবপুর মোহাম্মদপুর হার্ডওয়ার মার্ট এর সহযোগিতায় উক্ত প্রশিক্ষণের আয়োজন করেন বাংলাদেশ চা বোর্ড, লালমনিরহটের হাতীবান্ধা দপ্তর। উক্ত প্রশিক্ষণে চা চাষীদের যান্ত্রিক বিষয়ে দক্ষতা আনায়নে প্রশিক্ষণ দেন হার্ডওয়ার মার্ট’র ম্যানেজার এহতেশামুল হায়দার চৌধুরী ও জেনারেল ম্যানেজার ফয়সাল আলী সালেহ।

এসময় চা বোর্ডের লালমনিরহাট প্রকল্প পরিচালক আরিফ খান উপস্থিত ছিলেন। অপরদিকে স্থানীয় কৃষকদের চা চাষে আগ্রহী করে তুলতে ও চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে হাতীবান্ধা কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালি স্থানীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করেন।পরে চা চাষীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।