সাতক্ষীরার কলারোয়ায় সাদা ফুলে ভরে গেছে সজনে গাছ

মানুষের শারীরিক বিভিন্ন রোগ প্রতিরোধে সজনে ডাঁটা আর সজনে পাতার নানান উপকারিতা সর্বজনবিদিত। বাড়ির আঙিনায়, আনাচে-কানাচে, রাস্তার পাশে অনেকটা অযতœ আর অবহেলায় বেড়ে ওঠে সজনে গাছ। তবে সেই গাছের ডাঁটা সবার কাছেই খাদ্য হিসেবে বেশ প্রিয়। এখন সজনে গাছে ফুল আসার মৌসুম। ইতোমধ্যে শীতের শেষে বসন্তের শুরুতে গাছে গাছে সাজনের সাদা ফুলগুলো প্রকৃতিকে সাজিয়েছে এক অপরূপ মহিমায়।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকার সজনে গাছে সাদা ফুলের বর্ণিল সাজ নজর কাড়ছে সকলের। এসময় সজনে গাছের পাতা ঝরে পড়তে দেখা যায়। পাতাশুন্য গাছে গছে থোকায় থোকায় সাদা সজনে ফুলে ভরে উঠতে দেখা যাচ্ছে। ডালের গোড়া থেকে মাথা পর্যন্ত ফুল আর ফুল। বর্তমানে কলারোয়ায় বাণিজ্যিকভাবেও সজনে গাছ রোপন করে সজনে ডাঁটার উৎপাদন করা হচ্ছে।
এমনই একজন সজনে চাষী দীপক জানান, ‘এখন অনেকে বাণিজ্যিকভাবে সজনে চাষ করে হাট-বাজারে বিক্রি করেন। প্রথমদিকে দামটা একটু বেশি থাকলেও পরে কমতে শুরু করে। গ্রামাঞ্চলের পাশাপাশি শহুরে মানুষের কাছেও সজনে ডাঁটার ব্যাপক কদর।’
মনিরুজ্জামান নামের আরেক সজনে চাষী বলেন, ‘অনেকটা বিনা পরিশ্রমে শুধু একটি সজনে গাছের ডাল সংগ্রহ করে মাটিতে রোপণ করে দিলেই কিছু দিনের মধ্যেই সেটা গাছে রূপ নিয়ে বড় হতে থাকে।’
উপজেলা কৃষি অফিসও সজনে গাছ রোপণে সকলকে উৎসাহিত করছে বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইসমাইল হোসেন জানান, ‘সজনের ডাঁটা ও পাতা পুষ্টিকর নিরাপদ খাবার। এটি ঔষধী গুনে ভরা একটি সবজি।’