সিরাজগঞ্জ পয়েন্টে বাড়ছে যমুনার পানি, বন্যার আশঙ্কা

সিরাজগঞ্জ যমুনা পয়েন্টে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বাড়ছে নদীর পানি। যমুনার পানি বৃদ্ধি আজও অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘন্টায় শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বুধবার (৮ জুন) সকালে বিপৎসীমার ২.২৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের জারি করা বন্যা সতর্কবার্তা অনুযায়ী নদীতীর সংরক্ষণ বাঁধগুলো সংষ্কার করা হচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ টিমের জারি করা সতর্কবার্তায় চলতি জুন মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে যমুনা নদীর তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা করে তীরবর্তী ও নিম্নাঞ্চলে সংগ্রহযোগ্য ফসল সংগ্রহ শেষ করার কথা বলা হয়।

একইসঙ্গে বেড়িবাঁধ এবং তীররক্ষা বাঁধ ধ্বসে বা প্লাবিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়। নির্দেশনা অনুযায়ী অধিকাংশ এলাকার ফসল সংগ্রহ করে ঘরে তুলেছেন কৃষকরা। শহর রক্ষা বাঁধের দুর্বল অংশে দ্রæত সংষ্কার কাজ শেষ করতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার (পানি পরিমাপক) মো. হাসানুর রহমান জানান, আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সতর্কবার্তা অনুযায়ী যমুনার পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।