২৪ ঘন্টার ব্যবধানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে গ্রেপ্তার দুই দালাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২৪ ঘন্টার ব্যবধানে দুই দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ও সোমবার হাসপাতালে অভিযান চালিয়ে ২৪ ঘন্টার ব্যবধানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- নগরীর হালিশহর থানার মুন্সিপাড়া নুর খান চৌধুরী বাড়ির মৃত ইউনুসের ছেলে আশরাফ শামীম (২৬)।অপরজন নগরীর পাঁচলাইশ থানা এলাকার কাপাসগোলা বাবু কলোনির মৃত নারায়ন দাসের স্ত্রী রত্না (৪০)।

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আসা রোগীদের সাথে নানা কৌশলে প্রতারণা করা দালাল চক্রের বিষয় নতুন নয়।হাসপাতালের বাইরে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানোর কথা বলে নানাভাবে রোগীর স্বজনদের হয়রানির অভিযোগে আলো দাস ওরফে রত্না (৪০) ও মো. আশরাফ শামীম (২৬) নামে দুই দালালকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর সোয়া ১টার দিকে চমেক হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে আশরাফ শামীমকে আটক করা হয়।এবং ২৪ ঘন্টা না যেতেই সোমবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চমেক হাসপাতালের গাইনি বহির্বিভাগ থেকে রত্নাকে আটক করা হয়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক গণমাধ্যমকে বলেন, রোগীর পরীক্ষা-নিরীক্ষা বাইরে থেকে করানোসহ রোগী ও রোগীর স্বজনদের হয়রানির অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে।