খাগড়াছড়িতে কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে ৩ আসামী

এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১০হাজার ২৪৫ জন পরীক্ষার্থী। খাগড়াছড়ি পার্বত্য জেলাতে জেল খানায় বসেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) পরীক্ষা দিচ্ছেন তিনজন আসামি শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ। বৃহস্পতিবার(১৫ই সেপ্টেম্বর ২০২২) সারাদেশে একযোগে শুরু হওয়া পরীক্ষায় কারাগারের অফিস কক্ষে বসেই এই তিন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষায় অংশ নেওয়া খাগড়াছড়ি পৌরসভার কদমতলী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সোহাগ আলম নারী ও শিশু নির্যাতন মামলার আসামী হয়েছেন। সে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র। একমাস আগে কারাগারে যায় সে।
অপর দুইজন আরিফুল ইসলাম হত্যা মামলার আসামী। সে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েকদিন আগে পুলিশের হাতে আটক হয়ে জেলে প্রেরণ করে বিচারীক আদালত। নিপুন ত্রিপুরা হত্যা মামলার আসামী এই শিক্ষার্থী। সে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষার্থী। একবছর আগে জেলে গেছেন।

খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তারা ৩ শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা দিচ্ছে । নির্ধারিত সময়ের মধ্যে তারা পরীক্ষা শুরু করেছে।
খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান, জেলায় এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা যাতে নির্ধারিত সময় পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সব ধরণের চুড়ান্ত প্রস্তুুতি নেয়া হয়েছে বলে তিনি জানান। সঠিকভাবে নিয়ম মেনে পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য সকল ধরনের ব্যবস্থা আমরা করেছি।

এদিকে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি ৯টি উপজেলাতেও এসএসসি, দাখিল ও এসএসসি(ভোকেশনাল) পরীক্ষা একযোগে শুরু হয়েছে। এবার খাগড়াছড়ি জেলায় ১০হাজার ২’শ ৪৫জন এসএসসি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত বৃহস্পতিবার(১৫ই সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়। এবারের এসএসসি পরীক্ষায় খাগড়াছড়ি জেলায় ৯টি উপজেলা(খাগড়াছড়ি, পানছড়ি, দীঘিনালা, মহালছড়ি, মাটিরাংগা, গুইমারা, রামগড়, মানিকছড়ি, ল²ীছড়ি) থেকে ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৪৩টি কেন্দ্রে এবার ১০হাজার ২’শ ৪৫জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
খাগড়াছড়ির ৯টি উপজেলার কেন্দ্র সমূহ ও পরীক্ষার্থীর সংখ্যা সমূহ: খাগড়াছড়ি সদর উপজেলা: ৪টি কেন্দ্র।
পরীক্ষার কেন্দ্রসমূহ: খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৯৩জন শিক্ষার্থী, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২৮৮জন, মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৩১০জন, ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ে ১৮২জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।
পানছড়ি উপজেলা: ৩টি কেন্দ্র সমূহ-পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন ২০২জন শিক্ষার্থী, পানছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৭১জন, পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ে ২৯৫জন শিক্ষার্থী।
দীঘিনালা উপজেলা: ৪টি কেন্দ্র সমূহ-দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৪২২জন পরীক্ষার্থী, ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ে ৪৮৬জন, বাবুছড়া উচ্চ বিদ্যালয়ে ৩৯০জন, দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়ে ৪৬০জন।
মহালছড়ি উপজেলা: ২টি কেন্দ্র সমূহ- মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৪৬০জন পরীক্ষার্থী, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ে ৪৭৮জন।
মাটিরাংগা উপজেলা: ৫টি কেন্দ্র সমূহ-মাটিরাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২১১জন, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১৫জন, তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়ে ৫৪৬জন, গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ে ১৮৫জন, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে ৩৮৩জন।
গুইমারা উপজেলা: ১টি কেন্দ্র। গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৬৪০জন।

রামগড় উপজেলা: ১টি কেন্দ্র। রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৪৯৫জন।
মানিকছড়ি উপজেলা: ২টি কেন্দ্র সমূহ-রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৬৩২জন, তিনটহরী উচ্চ বিদ্যালয়ে ২৬১জন।
লাক্ষ্যাছড়ি উপজেলা: ১টি কেন্দ্র। লাক্ষ্যাছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২৫৬জন
দাখিল পরীক্ষা কেন্দ্র সমূহ: ৮টি কেন্দ্র। খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, মাটিরাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, তবলছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসা, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, রামগড় গণিয়াতুল উলুম আলিম মাদ্রাসা, পানছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসা, দীঘিনালা ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। ৮টি কেন্দ্র থেকে দাখিলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৪৯জন।

এসএসসি(ভোকেশনাল), দাখিল(ভোকেশনাল) এর ১২টি কেন্দ্র: খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৮জন, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে ৩৬জন, খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় ১১৫জন, পানছড়ি উচ্চ বিদ্যালয়ে ৯৯জন, মাটিরাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭৮জন, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে ৩৬জন। মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়সহ এসএসসি(ভোকেশনাল), দাখিল(ভোকেশনাল) এর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১হাজার ৪২জন।