খাগড়াছড়ির রামগড় সিমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিল জব্দ করল ৪৩বিজিবি

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা সিমান্ত ৪৩বিজিবি অভিযান চালিয়ে ফেন্সিডিল জব্দ করল। চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্ভুক্ত ফেনী নদীরকুল নামক সীমান্তে অভিযান চালিয়ে ৭৩টি বােতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি এর রামগড় ব্যাটালিয়ন।

শনিবার(২৪ জুন) দিবাগত রাত আনুমানিক সােয়া তিনটার দিকে এসব ফেন্সিডিল জব্দ করে রামগড় ব্যাটালিয়ন(৪৩ বিজিবি’র সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, নিজস্ব গােপন তথ্যের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন(৪৩ বিজিবি) এর অধীনস্ত নলুয়াটিলা বিওপিত কর্মরত হাবিলদার মা: মাবারক হােসেন এর নেতৃত্বে একটি টহল দল কর্তক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত ফেনী নদীরকুল নামক স্থানে মাদক বিরােধী অভিযান পরিচালনা করে।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয় মাদক কারবারিরা পালিয়ে গেলেও ঘটনা স্থান থেকে মালিকবিহীন ৭৩টি বােতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে বিজিবি টহল দল।

বিজিবি জানায়, জব্দকৃৃত ভারতীয় ফেন্সিডিল নিকটস্থ ভূজপুর থানায় সাধারণ ডায়রিভুক্ত করে পরবর্তীতে ধংস করার জন্য ব্যাটালিয়ন সদর জমা রাখা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক ল: কর্ণেল মা: আবু বক্কর সাইমুম ৭৩টি বােতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঈদকে সামনে রেখে সীমান্ত চােরাচালান প্রতিরােধে তৎপর রয়েছে বিজিবি সদস্যরা। যেকােন ধরনের সীমান্ত অপরাধ ঠেকাতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।