খাগড়াছড়িতে সনাতন ছাত্র-যুব পরিষদের উদ্যোগে রামনবমী উৎসব উদযাপন ও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে সনাতন ছাত্র-যুব পরিষদের উদ্যোগে মর্যাদা পুরোষোত্তম গুী রামচন্দনেমষুর আবির্ভাব তিথি রামনবমী উৎসব উপলক্ষে জেলাব্যাপী গীতা দান, সমবেত উপাসনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৩০শে মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দিরে এ উপলক্ষে আলোচনা সভা ও গীতা শিক্ষা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শ্রীমভগবদগীতা বই বিতরণ করা হয়।

সনাতন ছাত্র-যুব ফোরাম খাগড়াছড়ি সদর কমিটি’র সভাপতি নয়ন আচার্য্য’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।

সনাতন ছাত্র-যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পায়েল দাশ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাতন ছাত্র-যুব পরিষদ সদর কমিটির সাধারণ সম্পাদক তুষার আচার্য্য এবং শুভে”ছা বক্তব্য রাখেন বাবুল সেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির পরিচালনা কমিটি’র সাধারণ সম্পাদক নির্মল দেব,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দীপংকর চন্দ্র মন্ডল, সনাতন ছাত্র-যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য(রানা), অনিল দেব, চিত্তরঞ্জন দেব, লিটন চৌধুরী প্রমুখ।

এদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বাটনাতলী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে বাটনাতলী এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের ৫০পরিবারের মাঝে রমজানের উপহার হিসেবে ইফতার সামগ্রী(ছোলা, মুড়ি, খেজুর, ডাল, পেয়াজ, চিনি ও সেমাই) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(৩০শে মার্চ সকাল সাড়ে ১০টায় বাটনাতলী বাজার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শুরুতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল জলিল। পরে উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের সাবেক সভাপতি মো: নুরুল হুদা খানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুুল হামিদ, ইউপি সদস্য মো: আবুল কালাম, প্রতিষ্ঠাতা সদস্য নিজাম উদ্দিন, মাহমুদুল হাসান, আমান উল্লাহ, মো: জামাল উদ্দিন ও মো: নাজিম উদ্দিন প্রমুখ।

বাটনাতলী যুব কল্যাণ পরিষদ সর্বদা সমাজের দরিদ্র ও সুবিধাবি ত মানুষের পাশে দাড়িয়ে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে সাধ্যমত উপহারসরূপ ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানান সংগঠনের দায়িত্বশীলরা।