পটুয়াখালীর কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে ৭ গ্রামের মানুষ

মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। বাংলাদেশে আগামীকাল ২৯ জুন এই উৎসব পালন করবে মুসলিম জনগোষ্ঠি। তবে পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই আজ আগাম ঈদ উদযাপন করছে ৭ গ্রামের প্রায় ৮ হাজার মানুষ।

বুধবার (২৮ জুন) সকাল সাড়ে সাতটায় উপজেলার ধানখালী ইউপির উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ মসজিদে আগাম ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া পৌর শহরের নাইয়াপট্রি শাহ—সুফি মমতাজিয়া জামে মসজিদেও অনুষ্ঠিত হয় ঈদ জামাত। প্রায় শত বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন এই অনুসারীরা। স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। এই জনগোষ্ঠী আগাম ঈদ পালন করলেও বিশেষ দিনে সব বয়সীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। অনেকেই মোলাকাত করে তাদের ঈদ আনন্দ উপভোগ করছেন।

কলাপাড়া পৌর শহরের শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদের ইমাম মো. জামাল হোসেন জানান, অতি বৃষ্টির কারনে এ বছর আমরা মসজিদেই পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করা হয়েছে।