ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুহম্মদ মমিনুল হকের স্বরণে মিলাদ-দোয়া মাহফিল

ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের বৈরাটী সরকার বাড়ীর হযরত মাওলানা মুহম্মদ মমিনুল হকের স্বরণে রুহের মাগফিরাত কামনা করে ৫-মে শুক্রবার বৈরাটী নিজ বাড়ীতে মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

খবর নিয়ে জানাযায় গত সোমবার মাগরিব নামাযের পর নেত্রকোণা জেলার কেন্দুয়া নিজ বাসায় ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন), গত মঙ্গলবার সকাল আট ঘটিকার সময় বৈরাটী গ্রামে নিজ বাড়ীর পাশেই পাকা জামে মসজিদের সামনে জানাযার নামায অনুষ্টিত হয়। জানাযার নামাযে ইমামতি করেন মরহুমের ভাতিজা হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ রিয়াজুল হক।

মুহম্মদ মমিনুল হক তিনি কেন্দুয়া উপজলার গড্ডা মোজাফফরপুর দাখিল মাদরাসায় অত্যন্ত সুনামের সহিত সহকারি শিক্ষক(মৌলভী) পদে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে স্ত্রী,দুই মেয়ে সহ গুনগ্রাহী রেখে গেছেন।মিলাদ শরীফ ও দোয়া মাহফিলে মুহম্মদিয়া শরীফ বৈরাটী’র সম্মানিত খতিব হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ আবুল কালাম, হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ ইয়াহিয়া, হযরত শাহ সুফি মুহম্মদ আহসান উল্লাহ রেজভি,মুহম্মদ শহিদুল্লাহ মড়ল,মুহম্মদ জাকারিয়া সরকার, হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ রিয়াজুল হক, মুহম্মদ নাজমুল হক, হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ মনজুরুল হক,হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ মুখসেদুল হক,হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ শামছুল হক(তাইজুল), জিশান মুহম্মদ রউফ হোসাইন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। মুমিনুল হকের রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ রিয়াজুল হক। মাহফিল শেষে বরকতময় তবারক বিতরন করা হয়।