ময়মনসিংহে অগ্নিকান্ডে খেলনার দোকানও গোডাউন পুড়ে গেছে

ময়মনসিংহ নগরীর গাঙিনারপাড় মসজিদ মার্কেটের একটি দোকানে আগুনে পুড়ে গেছে। সোমবার (২০জুন) সকাল পৌঁনে এগারটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দোকানটির নিচ তলায় বাচ্চাদের খেলনা গাড়ী, সাইকেল ও গাড়ি বিক্রি হতো এবং টিন সেট ২য় তলায় খেলনা গাড়ীর গুদাম হিসেবে ব্যবহৃত হতো। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ৪টি টিম ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এখনি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন সম্ভব নয় বলে জানিয়েছেন ময়মনসিংহ ফায়ার স্টেশনের উপ-সহকারি পরিচালক নিয়াজ আহমেদ। তিনি আরও বলেন, ঘনবসতিপূর্ণ এলাকা ও সংকীর্ণ রাস্তার কারণে আগুণ নেভানো ছিল ফায়ার সার্ভিসের জন্য এক ধরণের চ্যালেঞ্জ ।

এদিকে স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছরে গাঙিনাপাড় এলাকায় একাধিক অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও দ্রুত আগুন নেভানোর জন্য পানির সহজলভ্যতাসহ কোন উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ।