পটুয়াখালীর গলাচিপায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় অন্যান্য বছরের ন্যায় এবারও ইংরেজি বছরের প্রথম দিনে ২০২৪ সালের পাঠ্যপুস্তক (বই) বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

“নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি নীতিমালা অনুযায়ী পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করা হয়। নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছাসে মেতে উঠেন সকল শিক্ষার্থীরা।বিদ্যালয়ে বিরাজ করে উৎসবের আমেজ।

১জানুয়ারি (সোমবার) সকাল ১০.৩০মিনিটে গলাচিপা (ডাকুয়া) আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে সহ-সভাপতি আব্দুস ছালাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার দীপশিখা জয়ন্তী এই বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন ।

প্রধান শিক্ষক এ,বি, এম, এবাদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মু. হারুন অর রশীদ সভাপতি গলাচিপা (ডাকুয়া) আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শিক্ষা কার্যালয়ের সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩৫৯৬৪ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে। সব বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী তাদের কাছে নতুন বই পৌঁছে দেয়া হয়েছে। তাই বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব হয়েছে।