পটুয়াখালীর কলাপাড়ায় একযুগ পর উন্মুক্ত হলো ৫ কিলোমিটার খাল

পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ একযুগ পর দখলদারদের কবল থেকে টিয়াখালীর বাদুরতলী খাল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহষ্পতিবার দুপুরে দীর্ঘ ৫ কিলোমিটার এই খালের ২টি বাঁধ অপসারণ করে খালটি উন্মুক্ত করা হয়।

বাঁধ অপসারণকালে টিয়াখালী ইউপি চেয়ারম্যান, পুলিশ প্রশাসনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খালটি উন্মুক্ত করা হলে বাঁধভাঙ্গা উল্লাসে ফেটে পরে স্থানীয় জনতা।

স্থানীয়রা জানান, প্রায় ৫’শ ফুট প্রস্থের এই খালটিতে দীর্ঘ বছর যাবৎ প্রভাবশালী একটি মহল বাঁধদিয়ে মাছ চাষ করে আসছিলো। তবে স্থানীয়দের মানববন্ধন ও আন্দোলনের মুখে গত ২৭ ফেব্রুয়ারী খালটির বাঁধ অপসারণের নির্দেশ দেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।