পটুয়াখালীর গলাচিপা(ডাকুয়া)আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলা নববর্ষ উদযাপন

পটুয়াখালী জেলাধীন গলাচিপা সদরে অবস্থিত গলাচিপা (ডাকুয়া) আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বৈশাখের প্রথম প্রভাতে নানা আয়োজনে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় গলাচিপা উপজেলায় বরণ করে নেওয়া হয় ১৪৩০ বঙ্গাব্দকে। সকাল ৮:৩০মিনিটের সময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহন করে। সকাল ১০টায় বিদ্যালয়ে ছাত্র শিক্ষক অভিভাবক ও কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে বাংলা নববর্ষের আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় এসএমসি সভাপতি মু. হারুন অর রশিদ বলেন ‘পহেলা বৈশাখ বাঙালীর প্রানের উৎসব। আমাদের নিজস্ব সত্ত্বা ও ঐতিহ্যের ইতিহাস যুগ যুগ ধরে টিকে আছে। একে আমাদের লালন ও বিকশিত করতে হবে।’

প্রধান শিক্ষক এবিএম এবাদুল্লাহ বলেন ‘পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকজ উৎসব। তিনি অতীতের সকল ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে গিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে বলেন, সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।’

লোকগান ও নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।