পিরোজপুরের মঠবাড়িয়ায় হাফেজ ছাত্রদের পাগড়ি ও ক্রেস্ট প্রদান

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় হিফজ সমাপনী ৭ জন ছাত্রকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) দারুল আরকাম হিফজুল কুরআন মাদরাসা ও বেতমোর আঃ মজিদ এতিমখানার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা আবু জাফর মোঃ সালেহ নেগাহবানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং পিরোজপুর – ৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয়ের (মেট্রোরেল) সিনিয়র সচিব (অবঃ) মোঃ মোফাজ্জল হোসেন, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, স্বাস্থ্য মন্ত্রনালয়ের তত্তাবধায়ক প্রকৌশলী (অবঃ) মোঃ বেলায়েত হোসেন,বানিজ্য মন্ত্রনালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মাহবুবুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী (ঢাকা জেলা) মোঃ সিদ্দিকুর রহমান পিজিসিবি’র প্রধান প্রকৌশলী ড. মোঃ ফরিদ উদ্দিন (মিঠু),ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ জাকারিয়া, খাস মহল লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ খলিলুর রহমান,মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির সেক্রেটারী শাকিল আহমেদ নওরোজ,উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সাংবাদিক নাসির আহমেদ প্রমুখ।

পাগড়ি ও ক্রেস্ট প্রাপ্ত ছাত্ররা হলো-হাফেজ মোঃ আমিনুল ইসলাম, হাফেজ মোঃ সিয়াম ফরাজী,শাহাদাত হোসাইন, জহিরুল ইসলাম, জাহিদুল ইসলাম, হাফেজ মোঃ মুহিবুল্লাহ এবং ইমরান হোসাইন প্রমুখ।