পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলার শিকার ইউপি সদস্য, থানায় মামলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মঠবাড়িয়া থেকে বরিশাল শেবাচিমে রেফার করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

বাদল ওঝা মঠবাড়িয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং আন্ধারমানিক গ্রামের মৃত সুধির রঞ্জন ওঝার পুত্র।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) তিনি প্রতিপক্ষের হামলার শিকার হন বলে জানা গেছে।

জানা গেছে,সাবেক ছাত্রলীগ নেতা চন্দ্র শেখর লিটু গংদের সাথে ইউপি সদস্য বাদল ওঝা গংদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। মঠবাড়িয়া থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) সহ আদালতে মামলা চলমান আছে। এ নিয়ে ঘটনার দিন মিরুখালী টেম্পু স্ট্যান্ডে ১ম দফায় এবং বাড়ির এলাকার ইটসোলিং রাস্তার ওপর ২য় দফায় মারামারি হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান,এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।