সাংবাদিকসহ ১১ জনের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

সাংবাদিকসহ ১১ জনের বিরুদ্ধে চট্রগ্রামের পটিয়ায় দায়েরকৃত ৫শ‘ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা এগারোটায় বাংলাদেশ মফস্বল ফোরাম কলাপাড়া শাখার আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সম্মুখ্যে স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি কবির তালুকদার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, বাংলাদেশ মফস্বল ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান, কলাপাড়া শাখার সভাপতি হারুনর রশিদ মুক্তা,সংবাদকর্মী নীল রতন কুন্ডু নিলয় ও আলমগীর শিকদার প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক সাংবাদকর্মীরা অংশগ্রহন করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলে।

উল্লেখ্য, গত ১৮ আগষ্ট জাতীয় সংসদের হুইপ সামসুল হক চৌধুরীর পক্ষে আইনজীবী দীপক কুমার শীল পটিয়া যুগ্ন জেলা জজ আদালতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ ১১ জনের বিরুদ্ধে ৫শ‘ কোটি টাকার একটি মামলা দায়ের করেন