সুনামগঞ্জ টু নেত্রকোণা উড়াল সেতুর কাজ অচিরেই শুরু হবে : মোয়াজ্জেম হোসেন রতন (এমপি)

প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবার হাওরাঞ্চলের কোটি মানুষের প্রত্যাশিত স্বপ্ন পূরণের লক্ষ্যে সুনামগঞ্জ টু নেত্রকোণা শেখ হাসিনা উড়াল সেতুর কাজ অচিরেই শুরু হতে যাচ্ছে বলেছেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

শনিবার (২০ আগস্ট) বিকেল ৪ টায় জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের মমিনপুর বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান আবু হানিফা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে দেশের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাই, তাঁর হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, প্রকল্প পরিচালক অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম মাওলা, সিলেট বিভাগীয় প্রকৌশলী নির্মুল্য কুমার, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন,জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের, বিশিষ্ট শিল্পপতি মো: মনির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

জানাযায়, স্বাধীনতার ৫১ বছরের হাওরাঞ্চলসহ নেত্রকোণা ও সুনামগঞ্জ দু জেলার সেতুর মাধ্যমে যোগাযোগের বন্ধন সৃষ্টি হবে। দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন পূরণের আশায় শোক কে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা উড়াল সড়ক সুনামগঞ্জ প্রকল্পের কাজটি গতিশীল করার জন্য একটি বিশেষ কারিগরি টিম সরেজমিনে পরিদর্শন করেন।

অনুষ্ঠানটি উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ সঞ্চালন করেন।