পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গণহত্যা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ পালিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি কর্মকর্তাসহ বীরমুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে গণহত্যার তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, তেঁতুলিয়া মডেল থানার ভারপাপ্ত কর্তকর্তা (ওসি) সুজয় কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস, উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোঃ আল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ২৫ মার্চে গণহত্যা দিবসের গুরুত্ব ও তাৎপর্য এবং এর অন্তর্নিহিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।