পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গমের জাত প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দানাজাতীয় ফসল উৎপাদন প্রযুক্তির ২০২৩-২৪ অর্থবছরের দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গমের জাত প্রদর্শনী কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া
গ্রামের বুড়াবুড়ি বøকে ডবিøউএমআরআই-ওয়ান জাত গমের এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস এর সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
পঞ্চগড় কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শর্স্য) মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকার কৃষির উন্নয়নে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। কৃষির ফসল প্রদর্শনী একটি
মডেল। আধুনিক চাষাবাদে কৃষকদের এগিয়ে আসতে হবে। এছাড়াও তিনি কৃষক-কৃষাণীদের উদ্দেশ্যে গমের বিভিন্ন দিক
নির্দেশনা মূলক আলোচনা করেন।

মাঠ দিবসে স্বাগত বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, সঞ্চালনায় ছিলেন, উপসহকারী কৃষি
কর্মকর্তা মোঃ এনামুল হক এসময় সহযোগিতায় ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরুল হাসান।