পিরোজপুরে গ্রেপ্তার হয়নি রাহাত হত্যা মামলার প্রধান আসামী

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাহাত হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা মোঃ শাহ জালাল বাদী হয়ে ১৪ নভেম্বর মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী জাহিদ বেপারী (২৩) বড় মাছুয়া গ্রামের খোকন বেপারীর পুত্র। এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার ২ ও ৩ নং আসামীও গ্রেপ্তার হয়নি।২ নং আসামী মোঃ সাব্বির খান দক্ষিণ গুলিশাখালী গ্রামের মোঃ শহিদুল খানের পুত্র এবং মোঃ সাজ্জাদুর রহমান বাবু ওই একই এলাকার মোঃ নান্না মিয়ার পুত্র।

এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত আসামী টিয়ারখালী গ্রামের বাহাদুর খানের পুত্র রনি খান,পূর্ব গুলিশাখালী গ্রামের মহারাজ মালের পুত্র শাওন মাল,আলী ফরাজীর পুত্র মোঃ আসাদ ফরাজী এবং ওই একই এলাকার নাদীমকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। এছাড়া এ ঘটনায় সন্দিগ্ধ আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৩ নভেম্বর মেধাবী ছাত্র রাহাত দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়। ঘটনার সময় রাত ১০ টার দিকে রাহাত টিয়ারখালী মজিদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে সান্ধ্যকালীন শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্ট খেলা দেখে বাড়ি ফিরছিল। এ সময় দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে কার্পেটিং রাস্তার পাশে ওৎ পেতে থেকে রাহাতকে কুপিয়ে হত্যা করে।হামলায় আরও ৪ জন গুরুতর জখম হয়।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, রাহাত হত্যা মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।