সুনামগঞ্জের জামালগঞ্জে প্রত্যাশা,প্রতিশ্রুতি ও কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আত্নশক্তি বলিয়ান ব্যক্তি কখনও দারিদ্র থাকতে পারেনা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রত্যাশা প্রতিশ্রুতি কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে জামালগঞ্জ সরকারী কলেজের হল রুমে পৃথক পৃথক ভাবে কর্মশালা অনুষ্টিত হয়। কর্মশালায় অংশ গ্রহণ করেন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ সরকারী কলেজ। আয়োজনে ইয়ুর্থ এন্ডিং হাঙ্গার, সিলেট অঞ্চল। সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। কর্মশালা শুভ উদ্ধোধন করেন জামালগঞ্জ সরকারী কলেজর (ভাররপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম বিন বারী, সিলেট বিভাগীয় ইয়ুর্থ এন্ডিং হাঙ্গার এর ভারপ্রাপ্ত কো-অর্ডিনের তামিম রহমান চৌধুরী।

প্রশিক্ষক দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাস্ক বরণ রায়, বক্তব্য রাখেন প্রভাষক মোঃ মুজিবুর রহমান, সহকারী শিক্ষক মোস্তফা কামাল, সহকারী শিক্ষক যুগশেন্দ্রু কুমার সরকার,পিএফজির সদস্য ওয়ালী উল্লাহ সরকার, কন্যা শিশু কমিটির সাধারণ সম্পাদক মারজানা ইসলাম শিবনা, জেলা ইয়ুর্থ কমিটির কো-অর্ডিনেটর প্রদ্বীপ কুমার দাস, সদস্য জ্যোতিময় দাস প্রমুখ।

কর্মশালার পর তিনটি কমিটি গঠন করা হয়েছে, প্রত্যেক কমিটির সদস্য সংখ্যা ১১ জন। বালিকা উচ্চ বিদ্যালয়ের কো-অর্ডিনেটর তাসনিম তাবাসুম নুহা, যুগ্ন কো-অর্ডিনেটর নাদিয়াতুল জিদনী, সরকারী উচ্চ বিদ্যালয়ে সালমান খান, হুরায়রা আল জিহাদ, সরকারী কলেজে মোখলেছ উদ্দিন, লিজা আক্তারকে নিয়ে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।