জমি দখল মামলায় জেল হাজতে পঞ্চগড়ের এক ইউপি চেয়ারম্যান

জমি দখল মামলায় জেল হাজতে পঞ্চগড়ের এক ইউপি চেয়ারম্যান।
পঞ্চগড়ের বিজ্ঞ আমলী আদালত-৪ জ্যেষ্ঠ বিচারিক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান সোমবার দুপুরে এই আদেশ দেন।

জমি দখলের মামলায় তেঁতুয়িলা উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলম সহ আসামী সাইদুল ইসলাম ব্যাক্তিকে জেল হাজতে পাঠিয়েছেন বলে বাদী পক্ষের আইনজীবি আহসান হাবিব জানিয়েছেন।

এদিকে মামলার নথি মাধ্যমে জানা যায়, প্রায় নয় মাস আগে ১২ জনের বিরুদ্ধে আব্দুল হামিদ পিতা মৃত আব্দুল জব্বার দেবনগড় ইউনিয়ন বালুবাড়ি বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। বাদী সাব কবলা কৃত ৬৫ শতক জমি ক্রয় করে ওই জমির চতুর পাশে গাছ লাগান এবং পাথর সাইড হিসেবে ব্যবহার করে আসছেন। আসামী পক্ষের লোক জন নিয়ে ওই জমি দখল করলে বাদী হয়ে মামলা করলে আসামীগণ হাইকোর্ডে জামিন নিলে ধার্য তারিখ সোমাবার পঞ্চগড় বিজ্ঞ আমলী আদালত-৪ ১ ও ৪ নং আসামীকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।