পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় র‌্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ডের মহড়া এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। উপজেলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ রোকেয়া বেগম, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের কেয়ারটেকার আবু তাহের আনসারী প্রমূখ। এছাড়াও সাংবাদিক, ফায়ার সার্ভিস সদস্য, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।