পঞ্চগড়ে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে গ্রেপ্তার ৩

পঞ্চগড় সদর উপজেলায় মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে ইনজেকশন ও গাজা সহ তিন মাদক সেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকেলে করতোয়া ব্রিজ সংলগ্ন দূর্গা মন্দিরের সামনে থেকে মাদক সেবীদের আটক করে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃতরা হল- পৌরসভার ১নং ওয়াডের সিরাজুল ইসলামের ছোট ছেলে মিজানুর রহমান (২৭), পূর্ব জ্বালাশী এলাকার বিশিষ্ট কাচাঁমাল ব্যবসায়ী আবুল খায়ের ছেলে পাভেল (২৯) ওই এলাকার শমসের আলীর ছেলে মাসুম (২২) তিন জনকে নিষিদ্ধ মাদক ইনজেকশন ও গাজা সহ আটক করে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ আতাউর রহমান টাস্কফোর্স মাদক বিরোধী অভিযানের ভিত্তিতে গোপন সংবাদে নিষিদ্ধ মাদক ইনজেকশন ও গাজা সহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হই।

এসময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনায় ২০১৮ ধারার ২১ এর ১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিজানুর রহমান, পাভেলকে ৬ মাস ও মাসুমকে ৩ মাসের সাজা প্রদান করেন।