রংপুরে হেলে পড়া ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবি

রংপুরে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নগরীর মেডিকেল পূর্বগেট এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে থেকে অবিলম্বে ভবনটির নির্মাণ কাজ বন্ধ করাসহ আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে গোলাম রব্বানী বিপ্লব বলেন, রংপুর মেডিকেল পূর্বগেট এলাকায় মোহনা হাউজিংয়ের অধীনে নির্মাণাধীন ১৪ তলা ভবনটির ইতোমধ্যে ১০ তলা পর্যন্ত হয়েছে। ভবনটির বিভিন্ন তলার বিম ইতোমধ্যেই চাপ সহ্য করতে না পেরে সরে গেছে। এছাড়াও ভবনটির নিচের প্রস্থ এবং ওপর তলার প্রস্থের মধ্যে ব্যাপক ফারাক রয়েছে। ত্রুটিপূর্ণ কাজের কারণে ভবনটি একদিকে হেলে গেছে। এতে করে আমরা এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছি। তিনি আরও বলেন, এই ঝুঁকিপূর্ণ ভবনটির আশেপাশে প্রায় ১৫-২০টি পরিবার বসবাস করে, পাশে একটি মসজিদ আছে। যেখানে প্রতিদিন প্রায় শত শত মানুষ নামাজ পড়তে আসেন। এছাড়াও এ ঝুঁকিপূর্ণ ভবনটি প্রধান সড়কের পাশে। এতে করে হাজার হাজার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় ভবনটি ধসে যেতে পারে।

সিটি কর্পোরেশন এ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এনিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে অভিযোগ দেওয়া হয়েছে। আমরা এই ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি।এসময় উপস্থিত ছিলেন- আবু বারেক বারি মিঠু, মাহবুব হোসেন সুমনসহ এলাকার বিভিন্ন পেশার মানুষজন।

এই অভিযোগ প্রসঙ্গে জানতে নির্মাণাধীন ভবন এলাকায় গিয়ে মোহনা কনট্রাকশনের কাউকে পাওয়া যায়নি। সেখানকার আশপাশের ব্যবসায়ীরা জানান, কিছুদিন ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ আসছে না। ত্রুটিপূর্ণ কাজ এবং ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠায় এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে।

এ নিয়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার এক দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জনবল কাঠামো অনুমোদন হয়নি। পর্যাপ্ত জনবলের অভাবে আমরা আইনি ব্যবস্থা নিতে পারছি না। তবে যার বিল্ডিং কোড অনুসরন না করে ভবন নির্মাণ করেছেন, আজ হোক বা কাল হোক তাদের ত্রুটিপূর্ণ ভবন ভেঙ্গে ফেলা হবে।