চুয়াডাঙ্গায় শিক্ষক লাঞ্ছিতকারী ছাত্রের জামিন না মঞ্জুর: সংশোধনাগারে প্রেরণ

চুয়াডাঙ্গায় ২/৩ দিন ধরেই বিশেষ আলোচনার শীর্ষ বিন্দু হিসেবে জায়গা করে নিয়েছে উচ্ছৃঙ্খল ছাত্র কর্তৃক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা। অবশেষে ২/৩ দিনের মাথায় ওই ছাত্রের জামিন না মঞ্জুর করেছে আদালত।

আজ (মঙ্গলবার) দুপুর আড়াইটার দিকে
চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরিন এ আদেশ প্রদান করেন।
এর আগে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে শিক্ষককে চড়-থাপ্পর মারা ওই অপ্রাপ্তবয়স্ক ছাত্র।
এদিকে, এ ঘটনায় আজ মঙ্গলবারও ওই ছাত্রের শাস্তির বিরুদ্ধে মানববন্ধন করেছে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

ঘটনার বিবরণে জানা যায়, আগামী ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা চলছিল জেলার সুনামধন্য ভিক্টোরিয়া জুবিলি সরকারী উচ্চ বিদ্যালয়ে। সেসময় নিয়ম ভঙ্গ করে পরীক্ষার হলে বিশৃঙ্খলা করে অসদুপায় অবলম্বনের অভিযোগে পরীক্ষা চলাকালে এক ছাত্রের খাতা কেড়ে নেন শিক্ষক।

একপর্যায়ে শিক্ষক ও ছাত্রের মধ্যে বাগবিতন্ডা সৃষ্টি হয়। এরই একপর্যায়ে শিক্ষক হাফিজুরকে চড়-থাপ্পড় মারে ওই ছাত্র। এ ঘটনায় কয়েকদিন ধরেই স্কুলের সিসিটিভির ফুটেজ সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে খুব অল্পসময়ের মধ্যেই চুয়াডাঙ্গাসহ সারাদেশেই আলোচনার শীর্ষ আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে ওঠে বিষয়টি।

ঘটনার রেশ ধরে শিক্ষককে মারার ঘটনায় থানায় মামলা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান।
অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী সাইফুল আমিন শীর্ষ চুয়াডাঙ্গার স্থানীয় দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক প্রকাশক ও প্রেসক্লাব চুয়াডাঙ্গার সভাপতি সরদার আল আমিন এর ছেলে।