পঞ্চগড়ে চতুর্থ ধাপের ইউপি নির্বচনে আওয়ামী লীগ এগিয়ে

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৯টি এবং আটোয়ারী উপজেলার একটিসহ মোট ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় গণনা।

এই নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে আ.লীগ মনোনীত নৌকা প্রতীক। ১০টির মধ্যে ৭টিতেই নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। আর তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।

বিজয়ীরা হলেন- বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল জব্বার, বেঙহারি বনগ্রামে চশমা প্রতীকে সাহেব আলী, কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মোমিন, বড়শশী ইউনিয়নে চশমা প্রতীকে আব্দুর রহিম, মারেয়া ইউনিয়নে নৌকা প্রতীকে শামীম হোসেন, চন্দন বাড়িতে নৌকা প্রতীকে নজরুল ইসলাম, বোদা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে অখিল চন্দ্র ঘোষ, সাকোয়া ইউনিয়নে নৌকা প্রতীকে হাফিজুল ইসলাম, পাঁচপীরে নৌকা প্রতীকে অজয় চন্দ্র রায় এবং আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে নৌকা প্রতীকে দেলোয়ার হোসেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন। এসব ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৬৭ হাজার ৮২১ জন। এদের মধ্যে পুরুষ ৮৪ হাজার ৭৩৩ জন এবং নারী ৮৩ হাজার ৮৮ জন।