প্রথম আলোর সাংবাদিকের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারে পঞ্চগড়ে মানববন্ধন

সম্প্রতি দৈনিক প্রথম আলোর সিনিয়র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ক তথ্য সংগ্রহ গেলে তাকে স্বাস্থ্য সচিবের পিএস-এর কক্ষে পাচঁ ঘন্টা আটকে রেখে হেনস্তা করে এবং মিথ্যা মামলার প্রতিবাদে পঞ্চগড়ে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে শেরেবাংলা পার্ক মোড়ে পঞ্চগড় প্রেসক্লাব আলোচনে হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের করে নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শফিকুল ইসলাম পঞ্চগড় প্রেস ক্লাব সভাপতিত্বে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিৎ ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, জেলা জাসদ পার্টির সাধারণ সম্পাদক জুয়েল, ইনসান সাগরেদ, রাশেদুজ্জামান, বিপ্লব, কামু,রায়হান,রাজু, শহিদুল ইসলাম, লুৎফর রহমান, প্রথম আলোর বন্ধসভার কর্মী বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী সুশীল সমাজ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।