রংপুরের পীরগঞ্জে বিনা অনুমতিতে বৈদ্যুতিক মিটার স্থানান্তর

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের উদাসীনতা ও কার্যকর ভুমিকা না থাকায় বিনা অনুমতিতে যত্রতত্রভাবে বৈদ্যুতিক মিটার স্থানান্তর করছে এক শ্রেণীর কথিত ইলেকট্রিশিয়ান। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, রসুলপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের পুত্র তসলিম মিয়া নিজকে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রামীণ ইলেকট্রিশিয়ান দাবি করে ব্যবসায়ী বুলু মিয়ার মিটার স্থানান্তর করছেন। এ সময় তাকে ওই ঝুঁকিপূর্ণ কাজের জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অনুমতি আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি নিশ্চুপ থাকেন।
এলাকাবাসী জানায়, তছলিম মিয়া দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ অফিসের নাম ভাঙ্গিয়ে নানা অপকর্ম করে আসছেন। এ ব্যাপারে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভেন্ডাবাড়ী জোনাল অফিসের এজিএম মমিমুল ইসলাম জানান, তছলিম মিয়া আমাদের স্বীকৃত ইলেকট্রিশিয়ান নন। যা করেছে তা বিধি বহিঃভূত। তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।