চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকের আঙুল ক্ষত-বিক্ষত

চলছে উম্মাদনার ফুটবল বিশ্বকাপ। আনন্দ উল্লাসে টানটান উত্তেজনায় আর্জেন্টিনা-ব্রাজিলের চুয়াডাঙ্গায় সমর্থকরা। যেদিন যার খেলা থাকে সেদলের জার্সি গায়ে পরে মিছিল র‍্যালি ফটকা ফোটানোসহ চলে কতনা পাগলামী।

বুধবার দিবাগত রাত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ১টায় আর্জেন্টিনা-পোল্যান্ডের খেলা থাকায় জয়ের তাড়নায় আনন্দ উপভোগ করতে বন্ধুদের সাথে পটকা ফোটাতে গিয়ে বাম হাতের দুই আঙুল ক্ষতবিক্ষত হয়েছে চান্দু (২৫) নামের এক আর্জেন্টিনা সমর্থকের।

বুধবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে দর্শনায় হল্ট স্টেশন এলাকায় নিজের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত চান্দু দর্শনা হল্ট স্টেশনের আমিরুল ইসলামের বড় ছেলে।

আহত চান্দুর ভাই আতিক হাসান জানান, তার ভাই আর্জেন্টিনার সমর্থক। রাতে আর্জেন্টিনার খেলা থাকায় বন্ধুদের সাথে বেশ কিছু রকেট বাজি কিনে এনে ফোটাতে থাকে তারা। সেসময় একটি পটকা ফোটানোর সময় অসাবধানতাবশত ফেটে চান্দুর বাম হাতের দুই আঙ্গুল ঝলছে ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে স্থানীয়রা চান্দুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মারভিন অনিক চৌধুরী বলেন, আহত চান্দুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাতের দুটি আঙ্গুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।