পিরোজপুরের মঠবাড়িয়ায় কেন্দ্রীয় হরিসভা মন্দিরে দুর্গোৎসব

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শ্রী শ্রী কেন্দ্রীয় হরিসভা মন্দিরে দুর্গোৎসব পালিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরও ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় কৃত্য এ দুর্গাপূজা।

মঠবাড়িয়া পৌর শহরে অবস্থিত ধর্মীয় এ প্রতিষ্ঠানটির দুর্গা পূজা উৎসব কমিটির সভাপতি বিমল কর্মকার এবং সাধারণ সম্পাদক গৌতম কর্মকার।উপজেলা পূজা উৎসব কমিটির সভাপতি রতন কর্মকার এবং সাধারণ সম্পাদক পঙ্কজ সাওজালের নিরলস প্রচেষ্টায় উপজেলার সকল পূজা মন্ডপের পাশাপাশি কেন্দ্রীয় হরিসভা মন্দিরেও সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ রয়েছে।

ইতোমধ্যে বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম- সেবা,পিপিএম এবং পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার মঠবাড়িয়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরের দুর্গোৎসব পরিদর্শন করেছেন।এছাড়াও এখানে পরিদর্শন করেছেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার ,পৌর প্রশাসক আরিফ উল হক,সাবেক পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর,পিরোজপুর জেলা পূজা উৎসব কমিটির সভাপতি সুখরঞ্জন বেপারী এবং সাধারণ সম্পাদক ডাঃ শ্রীমতি দোলা গুহ।

মঠবাড়িয়া উপজেলা পূজা উৎসব কমিটির সভাপতি রতন কর্মকার জানান,এ বছর মঠবাড়িয়া উপজেলায় ৭৬টি পূজা মন্ডপ রয়েছে।প্রতিটি পূজা মন্ডপেই প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পূজা উৎসব কমিটির অনুরোধে আইন শৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্কতা অবলম্বন করেছে।