মঠবাড়িয়া হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণে ৬ তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুর- ৩ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজী উক্ত ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজী।

আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ ফেরদৌস ইসলামর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী। এসময় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সরোয়ার হোসেনসহ হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৩২ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মানের পর ১০০ শয্যা চালু হলে এতদাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার মান উন্নত হবে। পার্শ্ববর্তী উপজেলাগুলোর মানুষও এ সুবিধা ভোগ করতে পারবে। কক্ষ সংকট দূর হলে আধুনিক যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে স্বল্প খরচে রোগীদের জটিল রোগ নির্ণয় সহজ হবে।