চুয়াডাঙ্গায় ৪ থানায় ওসি ওলটপালোট

চুয়াডাঙ্গা জেলায় ৪টি থানায় একযোগে অফিসার ইনচার্জ (ওসি) পরিবর্তন করা হয়েছে।

(৩০ মার্চ) বৃহস্পতিবার এক আদেশের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা বাদে জেলার ৪ থানার ওসিকে বদলী করা হয়। বদলীকৃত ওসিরা হলেন আলমডাঙ্গা, দামুড়হুদা, দর্শনা ও জীবননগর থানা। তবে ৪টির থানার মধ্যে ২টি থানায় নতুন যোগদান করেছেন। আর ২টিতে স্থানীয়ভাবে ওলোটপালোট করে ওই সকল অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করে সংযুক্ত করা হয়েছে এ জেলায়ই।

বদলির মেয়াদ সময়পূর্ণ হওয়ায় একইসঙ্গে জেলার ৪ ওসিকে রদবদল করা হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

এদের মধ্যে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিপ্লব কুমার নাথ। তিনি এর আগে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখার দায়িত্বে ছিলেন। আলমডাঙ্গা থানার সাবেক ওসি সাইফুল ইসলাম যোগদান করেছেন দামুড়হুদা থানায়। দামুড়হুদা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ দর্শনা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। সাতক্ষীরার কলারোয়া থানা থেকে এসে জীববনগর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসির উদ্দীন মৃধা।

এছাড়া, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরকে জেলা পুলিশের বিশেষ শাখা ও জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেককে জেলা পুলিশের অপরাধ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ।