পিরোজপুরের মঠবাড়িয়ায় রাসলীলা উৎসবে ভারতের সহকারী হাইকমিশনার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের রাসলীলা উপলক্ষে অনুষ্ঠানে স্বস্ত্রীক যোগ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত খুলনাস্হ ভারতীয় সহকারী হাইকমিশনার মি. রাজেশ কুমার রায়না।

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে খুলনা থেকে মঠবাড়িয়া সেবাশ্রমে উপস্থিত হন তিনি।সেবাশ্রমে তার আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচছা জানান সেবাশ্রম পরিচালনা কমিটি।

সেবাশ্রমের সভাপতি বাবুল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে ভারতীয় সহকারী হাইকমিশনার প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীম,উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত।

বক্তব্য শেষে মি. রাজেশ কুমার রায়না সেব্রাশ্রম এবং মঠবাড়িয়া উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দির পরিদর্শন করেন। এ সময় সেব্রাশ্রমে ভক্তদের থাকার জন্য আবাসিক স্হাপনা নির্মানের জন্য এবং হরিসভা মন্দিরের সৌন্দর্য বৃদ্ধির জন্য অনুদান বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন।