চুয়াডাঙ্গায় ১৫ বছর পর পলাতক আসামী গ্রেফতার

সামান্য ২ বছরের সাজার ভয়ে পালিয়ে থেকেও কোনো লাভ হলো না মাদক ব্যবসায়ী আকরামের (৬০)। অবশেষে ১৫ বছর পর আত্মগোপনে থাকার পর তাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ঝিনাইদহ।

শনিবার (৮ জুলাই) মধ্যরাতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আকরাম ঝিনাইদহ সদর উপজেলার বাদ পুকুড়িয়া গ্রামের মৃত কায়েম আলী মণ্ডলের ছেলে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি হয়ে ১৫ বছর ধরে বিভিন্ন অঞ্চলসহ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা আকন্দবাড়ীয়া গ্রামের তার পৈত্রিক বাড়িতে পালিয়ে ছিলেন।

র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান, গোপন সংবাদে তিনি জানতে পারেন, দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ও অর্থদণ্ডপ্রাপ্ত আসামি আকরাম দর্শনায় অবস্থান করছেন। এমন খবরে দর্শনার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে শনিবার মধ্যরাতে ১৫ বছর পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় চৌকশ র‌্যাবের দল। পরে রোববার গ্রেফতারকৃত আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়।