সাংবাদিক নির্যাতনে দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারে পঞ্চগড়ে মানববন্ধন

সম্প্রতি দৈনিক প্রথম আলোর সিনিয়র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ গেলে তাকে স্বাস্থ্য সচিবের পিএস-এর কক্ষে পাচঁ ঘন্টা আটকে রেখে হেনস্তা এবং মিথ্যা মামলার প্রতিবাদে পঞ্চগড়ে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন করা হয়েছে।

বুধবার দুপুরে শেরেবাংলা পার্ক মোড়ে পঞ্চগড় জেলা প্রেসক্লাব আয়োজনে হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবীসহ তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের করে নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় আনিস প্রধান পঞ্চগড় জেলা প্রেস ক্লাব সভাপতিত্বে জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিৎ থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক বার সাধারণ সম্পাদক এড্যাভোকেট ছিদ্দিক রহমান, সাধারণ সম্পাদক জেলা প্রেস ক্লাব পঞ্চগড় মোঃ শাহজালাল।

এদিকে আরও উপস্থিত ছিলেন দৈনিক সময়ের আলো পঞ্চগড় প্রতিনিধি রাশেদুজ্জামান, বাংলাদেশের খবর জেলা সংবাদদাতা মোঃ শাহজাহান আলী সোহেল, স্বদেশ প্রতিদিন জেলা সংবাদকর্মী ইলিয়াস হোসেন, আমার সংবাদ জেলা প্রতিনিধি একরামুল হক মুন্না, প্রথম আলো জেলা প্রতিনিধি রাজিউর ইসলাম রাজু, সময় টিভি রহিম, নাট্যকার ও লেখক রহিম আব্দুর রহিম, এস টিভি রৌভ হোসেন, খবর বাংলাদেশ প্রতিনিধি বাবুল হোসেন, মিজান এবং বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী,সুশীল সমাজ সর্বসাধারণসহ প্রমূখ উপস্থিত ছিলেন।