মঠবাড়িয়ায় বায়না চুক্তি করে জমি রেজিস্ট্রি দিতে টালবাহানার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বায়না চুক্তি করে জমি রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছে একটি দরিদ্র পরিবার।

জানা গেছে, মিরুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড় শৌলা গ্রামের সুদেব চন্দ্র মন্ডলের নিকট প্রতিবেশী ফারুক আকন ১০ শতাংশ জমি বিক্রি করতে সম্মত হয়। জমি রেজিস্ট্রি করার জন্য পর্যাপ্ত কাগজপত্র না থাকায় ২০২১ সালের ১৮ আগস্ট একটি বায়না চুক্তি সম্পন্ন হয়।

এ সময় জমি গ্রহিতা জমিদাতাকে ১ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করে এবং জমিদাতা ফারুক আকন বায়না চুক্তিতে স্বাক্ষর করে। কিন্তু এখন সে জমি রেজিস্ট্রি করে দিতে টালবাহানা করছে। এতে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী পরিবারটি ওই জমিতে ঘর তৈরি করে দখল করার চেষ্টা করে। বসত ঘরের জমি বিক্রি করে বায়না চুক্তির টাকা পরিশোধ করায় এছাড়া তাদের আর কোন মাথা গোঁজার ঠাঁই নেই বলে জানা গেছে।

জমিদাতা ফারুক আকন বায়না চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে এবং সুদেব চন্দ্র মন্ডলের নিকট থেকে ওই জমি বাবদ ১ লাখ ৫০ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছে।